Search This Blog

Saturday 7 February 2015

হারানো ফোন খুঁজে পাওয়ার জনপ্রিয় কিছু এ্যাপস



সাধারণ মোবাইল ফোনের পাশাপামিস্মার্টফোনের ব্যবহার এখন বেড়েছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মোবাইল ফোনের ব্যবহার তো বেড়েই চলেছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে বিভিন্ন ধরনের কাজ করা যায় অ্যাপ্লিকেশনস (অ্যাপস) ব্যবহার করে।যদি হঠাৎ ফোনটি হারিয়ে যায়, তবে নিয়মিত কাজগুলোতে বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হয়। আবার এমনও হতে পারে, হয়তো বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলটি সঙ্গে নেওয়া হয়নি। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা দেওয়ার জন্য বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে।

Friday 6 February 2015

পেনড্রাইভের অটোপ্লে বা অটোরান বন্ধ






                      পেনড্রাইভের অটোপ্লে বা অটোরান বন্ধ করার জন্য প্রথমে Start মেনু থেকে Run-এ ক্লিক করে gpedit.msc লিখে ok-তে ক্লিক করুন। যে উইন্ডোটি আসবে সেটিতে User configuration-এর বাম পাশের (+)-এ ক্লিক করে Administrative Templates-এর বাম পাশের (+)-এ ক্লিক করুন। তারপর System-এ ক্লিক করলে দেখবেন ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি লেখা এসেছে। সেটিতে ডবল ক্লিক করে Enable নির্বাচন করে Turn off Autoplay on অংশে All drives নির্বাচন করে ok করে বেরিয়ে আসুন।

লোকাল নেটওয়ার্কে চ্যাটিং করা






           ইন্টারনটে ছাড়া চ্যাটিং এর কথা চিন্তাই করা যায় না। কিন্তু আপনি যদি লোকাল নেটওয়ার্কের সাথে যুক্ত থাকেন তাহলে নেটওয়ার্কের অনান্য ব্যবহারকারীর সাথে সহজেই চ্যাটিং করতে পারবেন, যা অনলাইনের অনান্য চ্যাটিং এর মতই। পপম্যাসেঞ্জার সফটওয়্যার দ্বারা সহজেই প্রাইভেট চ্যাট, প্রুপ চ্যাট করতে পারবেন এবং সেই সাথে ফাইলও ট্রান্সেফার করতে পারবেন। মাত্র ১.৬৯ মেগাবাইটের শেয়ারওয়্যার এই সফটওয়্যার পণ্যের নিজস্ব ওয়েবসাইট www.leadmind.com থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করুন। ইনষ্টলের পরে সয়ংক্রিয়ভাবে পপম্যাসেঞ্জার খুলবে এবং কম্পিউটারে আপনি যে নামে লগইন করেছেন সেই নাম নিক নেম হিসাবে ব্যবহৃত হবে। আপনি চাইলে উপরে Your nickname থেকে তা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও ডানের প্যানেলে General নামে একটি ডিফল্ট গ্রুপ থাকবে যেখানে অনলাইনে থাকা সকল ব্যবহারকারীর নাম দেখা যাবে। আপনি আপনার গ্রুপের নাম পরিবর্তন বা নতুন গ্রুপ যোগ করতে পারবেন। লোকাল নেটওয়ার্কের অনান্য কম্পিউটারে পপম্যাসেঞ্জার ইনষ্টল করলে সেগুলো স্বাভাবিকভাবে অনলাইনের আওতায় General নামের ডিফল্ট গ্রুপে আসবে। তবে আপনি ইচ্ছা করলে Status থেকে Available, Away, DND, Offline করে রাখতে পারবেন। এছাড়াও ম্যাসেজ হিষ্টোরি এবং অফলাইন ম্যাসেজ হিষ্টোরি রয়েছে।

মাইক্রোসফট এক্সেলে সংখ্যা লিখলে স্বয়ংক্রিয়ভাবে তার শাব্দিক রূপ দেওয়া যায়






     মাইক্রোসফট এক্সেলের অনেক ব্যবহারকারীই জানেন না যে, এতে সংখ্যা লিখলে স্বয়ংক্রিয়ভাবে তার শাব্দিক রূপ দেওয়া যায়।অর্থাৎ হিসাবের দরকারি অংশ নিউমেরিক থেকে ইনওয়ার্ড হয়ে যাবে। আপনি ১০০.৫০ লিখলে তা দেখাবে One Hundred Taka and Paisa Fifty. নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই তা করা যাবে। এ জন্য নোটপ্যাড খুলে নিচের সংকেত লিখতে হবে।এই সংকেত কপি করে রাখতে হবে। পরে তা এক্সেলে ব্যবহার করতে হবে।

গুগল, ইয়াহু, বিং, সার্চ, ইঞ্জিন, ছারাও আরো দারুণ কিছু সার্চ ইঞ্জিন :





সাধারণত বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারী গুগল, ইয়াহু, বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করেন তথ্য খোঁজার জন্য। এগুলো ব্যবহার করে প্রায় সব তথ্য পাওয়া যায়। তবে এসব সার্চ ইঞ্জিন ব্যবহার করে অনেক সময় প্রয়োজনীয় সঠিক তথ্যটি খুঁজে পাওয়া যায় না। এমন ক্ষেত্রে রয়েছে বিভিন্ন সার্চ ইঞ্জিন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হারে ব্যবহার হয়ে থাকে বিষয়ভিত্তিক সার্চ ইঞ্জিন। বিষয়ভিত্তিক সার্চ ইঞ্জিনগুলোর ঠিকানা জানাতে এ সার্চ ইঞ্জিন।